মহান আল্লাহর ভালোবাসা!!
মানুষের ভালোবাসা পাওয়ার জন্য আমরা কত কিছুই না করি,, আমাদের এই ভেবে আন্দন্দিত হওয়া উচিত নয় যে মহান আল্লাহ আমাদের অনেক ভালোবাসেন যে ভালোবাসার কোন পরিমাণ নেই অপরীসীম অফুরন্ত অতুলনীয় !! আমরা কি তার ভালোবাসা অনুভব করতে পারিনা যিনি পরম মমতায় প্রতিটি মুহূর্তে আমাদের প্রয়োজনীয় জিনিস গুলো দিয়ে যাচ্ছেন তিনি আমাদের ডাকেন তার রহমতের দিকে তার ক্ষমার দিকে! মহান আল্লাহর ভালোবাসা পাওয়া একজন বান্দার জন্যে অনেক বড় সৌভাগ্যের ব্যাপার!!এই বিষয়ে হাদিসে প্রিয়নবী মুহাম্মদ সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন . আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: “আল্লাহ যখন কোন বান্দাকে মহব্বত করেন জিবরিলকে ডেকে বলেন: আল্লাহ অমুককে মহব্বত করেন অতএব তুমি তাকে মহব্বত কর ফলে জিবরিল তাকে মহব্বত করেন। অতঃপর জিবরিল আসমানবাসীদের মধ্যে ঘোষণা করেন: আল্লাহ অমুককে মহব্বত করেন অতএব তোমরা তাকে মহব্বত কর ফলে আসমানবাসীরা তাকে মহব্বত করে, অতঃপর জমিনে তার জনপ্রিয়তা রাখা হয়”। [বুখারি] হাদিসটি সহিহ।) এই দুনিয়ায় কোন মানুষের ভালোবাসা নাও পেতে পারি এর জন্য আমরা দুঃখ বোধ করি আর এটাই স্বাভাবিক কিন্তু আমরা আল্লাহর ভালোবাসা অর্জন করার জন্য একটু চেষ্টা করিনা যদি এটা বুঝতাম মহান আল্লাহ যাকে ভালোবাসে তাকে জমিনবাসী ভালোবাসে!!ভালোবাসা ছাড়া বেঁচে থাকা দায় যাকে ভালোবাসা যায় তার সবকিছুই ভালো লাগে যে ভালোবাসার মধ্যে কোন খাদ নেই মহান আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা হবে স্বচ্ছ নীল আকাশের মতো! মহান আল্লাহর প্রিয় হতে গেলে আমাদের উচিত তার প্রিয় কাজ করার চেষ্টা করা, তার আদেশ নিষেধ গুলো ভালোবেসে মেনে চলা[এই ব্যাপারে মহান আল্লাহ বলেন" বলুন, ‘তোমরা যদি আল্লাহকে ভালবাস তবে আমাকে অনুসরণ কর আল্লাহ তোমাদেরকে ভালবাসবেন এবং তোমাদের অপরাধ ক্ষমা করবেন। আল্লাহ্ অত্যান্ত ক্ষমাশীল, পরম দয়ালু।(সুরা আলে ইমরান: ৩১) তবে আমরা মহান আল্লাহর প্রিয় হতে পারব আমরা তখনি এই দুই জীবনে সফলতা লাভ করতে পারব যখন মহান আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হবেন!!
Comments
Post a Comment