মিথ্যে আশা,,
এই জীবন এখন আর উপভোগ্য না,
এখন আর স্বপ্নের মাঝে হারিয়ে যাই না,
এখন আর বৃষ্টি দেখে অভিভূত হবনা,
কল্পনার রাজ্যে প্রিয়জনকে ভেবে ভেসে বেড়াব না,
চাঁদ দেখে আর মুগ্ধ নয়নে সুন্দরকে খুজঁবনা,
লিখবনা আমি আর আবেগজুড়ানো কবিতা,
মন আর ছুঁয়ে যাবেনা নীল আকাশের অসীমতায়,,
সবই যে মিছে আশা মায়ায় ভুলানো ছলনা!!
এখন আর স্বপ্নের মাঝে হারিয়ে যাই না,
এখন আর বৃষ্টি দেখে অভিভূত হবনা,
কল্পনার রাজ্যে প্রিয়জনকে ভেবে ভেসে বেড়াব না,
চাঁদ দেখে আর মুগ্ধ নয়নে সুন্দরকে খুজঁবনা,
লিখবনা আমি আর আবেগজুড়ানো কবিতা,
মন আর ছুঁয়ে যাবেনা নীল আকাশের অসীমতায়,,
সবই যে মিছে আশা মায়ায় ভুলানো ছলনা!!
Comments
Post a Comment