জীবনের রঙ!

শীতের জরাজীর্ণ  প্রকৃতি কাটিয়ে এসেছে রঙে রাঙানো বসন্ত!
বসন্তের প্রকৃতি হয়ে  উঠে রঙিন ফুলের মেলায় ঘেরা, পাখিদের সমুধুর সুরে মোহিত হয় আকাশ বাতাসে।অন্ধকার শেষে আলোর শুরু  শুষ্কতা শেষে  প্রানবন্ত চমৎকার প্রকৃতি,  এই জীবন যেন এমন কখনো মেঘ কখনো বৃষ্টি, এই জীবনের উপমা মহান আল্লাহ আমাদের বুঝিয়ে দিয়েছেন প্রকৃতির মাঝে।(তোমরা জেনে রাখ, নিশ্চয় দুনিয়ার জীবন খেল-তামাশা, ক্রীড়া – কৌতুক, জাঁকজমক, পারস্পরিক গর্ব –অহংকার, ধন-সম্পদ ও সন্তান –সন্ততিতে প্রাচুর্য লাভের প্রতিযোগিতা ছাড়া আর কিছু নয় । এর উপমা হলো বৃষ্টি, যার  উৎপন্ন শস্য–সম্ভার কৃষকদেরকে চমৎকার করে, তারপর সেগুলো শুকিয়ে যায়, ফলে আপনি ওগুলো হলদে বর্ণ দেখতে পান, অবশেষে সেগুলো খড়–কুটোয় পরিণত হয়। আর আখেরাতে রয়েছে কঠিন শাস্তি এবং আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি। আর দুনিয়ার জীবন প্রতারণার সামগ্রী ছাড়া কিছু নয় (সুরা হাদীদ:২০)!! প্রকৃতি থেকে আমরা এই দুনিয়ার জীবনের মুল্যবোধ বুঝতে পারি। এই প্রকৃতির বিভিন্ন রঙ গুলো যেন আমাদের রঙিন স্বপ্ন আর কালো মেঘ গুলো আমাদের অবসন্ন মন!আর বৃষ্টি যেন একচিলতে সজীবতা, প্রকৃতির প্রত্যেক টি উপকরণ যেন আমাদের আবেগ অনুভূতির সাথে মিলে মিশে একাকার হয়ে গেছে!!

Comments

Popular Posts