সালাত!
বেঁচে থাকার জন্য আমাদের খাদ্য প্রয়োজন, খাবার ছাড়া যেমন আমরা বাচঁতে পারিনা তেমনি মহান আল্লাহর যিকর বা স্বরন ছাড়া অন্তর মরে যায়।আর যে অন্তর মরে যায় সেখানে কোনভালো কাজের প্রেরণা যোগায় না সেখানে খারাপ কাজের কুমন্ত্রণা জন্ম দেয়। যা আস্তে আস্তে একজন মানুষ কে বিপথে নিয়ে যায়, যা সৃষ্টি সেরা জীবের জন্য শোভা পায়না । তাই মহান আল্লাহ আমাদের আল কুরআনের মাধ্যমে বলেন "" ( আপনি তেলাওয়াত করুন কিতাব থেকে যা আপনার প্রতি ওহী করা হয় এবং সালাত কায়েম করুন । নিশ্চয় সালাত বিরত রাখে অশ্লীল ও মন্দ কাজ থেকে । আর আল্লাহর স্মরণই তো সর্বশ্রেষ্ঠ । তোমরা যা কর আল্লাহ্ তা জানেন।(সুরা আনকাবুত:৪) আর মহান আল্লাহর জন্য সবচেয়ে বড় যিকর হল সালাত বা নামাজ,আমরা সবাই জানি একজন মুসলিম হিসেবে আমাদের প্রথম কাজ হচ্ছে নামাজ আদায় করা কিন্তু আমরা তা জানা সত্ত্বেও অবহেলা করছি আর এমন আছে আমরা অনেকে সহজেই নামাজ ছেড়ে দিচ্ছি নির্দ্বিধায় একে আমরা কোন গুরুতর অপরাধ মনে করছিনা, উল্টো এই আমরা অনেকেই বলি আমার তো ঈমান ঠিক আছে নামাজ না পড়লেও চলবে অথচ ঈমান আনয়নের পর আমাদের প্রথম কাজ হচ্ছে নামাজ আদায় করা। আমরা যদি নামাজের গুরুত্ব বুঝতাম তাহলে আমরা কখনো নামাজের ব্যাপারে অবহেলা করতাম না.কারণ নামাজ ত্যাগ কারী কখনো ইসলামের মধ্যে থাকতে পারেনা যা হাদিসে প্রিয়নবী মুহাম্মদ সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলে দিয়েছেন সালাত ইসলাম এবং কুফুরীর মধ্যে পার্থক্য নির্ণয়কারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন“মানুষ এবং শির্ক কুফুরীর মধ্যে পার্থক্য সালাত বা (নামাজ) ছেড়ে দেওয়া”। (সহীহ মুসলিম)
তিনি আরো বলেন ”“আমাদের ও তাদের (কাফিরদের) মধ্যে যে পার্থক্য তা হলো সালাত। অতএব, যে সালাত বা( নামাজ) ছেড়ে দিল সে কুফুরী করল।” (আবু দাউদ, নাসাঈ, তিরমিযী, ইবন মাজাহ).প্রখ্যাত তাবেঈ শাকীক ইবন আব্দুল্লাহ আল-উকাইলী বলেন, “সাহাবায়ে কিরাম সালাত ব্যতীত অন্য কোনো আমল ছেড়ে দেওয়াকে কুফুরী মনে করতেন না।” (সুনান তিরমিযী)উমার রাদিয়াল্লাহু আনহু বলেন, “যে ব্যক্তি সালাত ছেড়ে দিল ইসলামে তার কোনো অংশ নেই।”তাই আমরা যদি আমাদের ঈমান রক্ষা করতে চাই তাহলে অবশ্যই আমাদের নামাজ নিয়মিত আদায় করতে হবে আমরা এই আত্নতৃপ্ততে না ভুগি যে মৌখিক ভাবে মুসলিম হলেই আমরা সহজে জান্নাতে যেতে পারব,, আমরা সবাই জান্নাত পেতে চাই কিন্তু সে অনুযায়ী আমল করতে চাই না তাই আমরা যদি দুনিয়া ও আখিরাতে সফল হতে চাই তাহলে অবশ্যই পরিপূর্ণ মুসলিম হতে চেষ্টা করতে হবে কারণ ইসলাম মানে কিছু বাহ্যিক ইবাদতের নাম না ইসলাম মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো জীবন ব্যবস্থা!! তাই ঈমান ও ইসলাম সমর্পকে জানা আমাদের প্রত্যেকের জন্য একান্ত ভাবে জরুরী।
তিনি আরো বলেন ”“আমাদের ও তাদের (কাফিরদের) মধ্যে যে পার্থক্য তা হলো সালাত। অতএব, যে সালাত বা( নামাজ) ছেড়ে দিল সে কুফুরী করল।” (আবু দাউদ, নাসাঈ, তিরমিযী, ইবন মাজাহ).প্রখ্যাত তাবেঈ শাকীক ইবন আব্দুল্লাহ আল-উকাইলী বলেন, “সাহাবায়ে কিরাম সালাত ব্যতীত অন্য কোনো আমল ছেড়ে দেওয়াকে কুফুরী মনে করতেন না।” (সুনান তিরমিযী)উমার রাদিয়াল্লাহু আনহু বলেন, “যে ব্যক্তি সালাত ছেড়ে দিল ইসলামে তার কোনো অংশ নেই।”তাই আমরা যদি আমাদের ঈমান রক্ষা করতে চাই তাহলে অবশ্যই আমাদের নামাজ নিয়মিত আদায় করতে হবে আমরা এই আত্নতৃপ্ততে না ভুগি যে মৌখিক ভাবে মুসলিম হলেই আমরা সহজে জান্নাতে যেতে পারব,, আমরা সবাই জান্নাত পেতে চাই কিন্তু সে অনুযায়ী আমল করতে চাই না তাই আমরা যদি দুনিয়া ও আখিরাতে সফল হতে চাই তাহলে অবশ্যই পরিপূর্ণ মুসলিম হতে চেষ্টা করতে হবে কারণ ইসলাম মানে কিছু বাহ্যিক ইবাদতের নাম না ইসলাম মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো জীবন ব্যবস্থা!! তাই ঈমান ও ইসলাম সমর্পকে জানা আমাদের প্রত্যেকের জন্য একান্ত ভাবে জরুরী।
Comments
Post a Comment