অব্যক্ত মন!
হৃদয় দিয়ে খুঁজে ফিরে,
পাইনি যে মন মাঝারে,
যারে দেখে হতাম তৃপ্ত,
মুগ্ধ নয়নে অব্যক্ত আমি লিখতে পারিনা কাব্য কল্পনায় এসে তুমি বারেবারে,
তুমি রয়ে যাবে আমার নিরব মনে!
পাইনি যে মন মাঝারে,
যারে দেখে হতাম তৃপ্ত,
মুগ্ধ নয়নে অব্যক্ত আমি লিখতে পারিনা কাব্য কল্পনায় এসে তুমি বারেবারে,
তুমি রয়ে যাবে আমার নিরব মনে!
Comments
Post a Comment