বিষন্ন মন!
সময় যখন থমকে যায়
এই জীবন টা শীতল বরফে ঢাকা পড়ে যায়,,
অনুভূতি শূন্যতায় রুপ পায়।
বিষন্ন এই মন কি চায়,
সারাক্ষণ অনুভবে ভাসি একা,
কালো আধারে জড়িয়ে আছে,, পথের শেষে ক্লান্ত বেশে স্বপ্নেরা হারিয়েছে ঘোর অমানিশায়!
এই জীবন টা শীতল বরফে ঢাকা পড়ে যায়,,
অনুভূতি শূন্যতায় রুপ পায়।
বিষন্ন এই মন কি চায়,
সারাক্ষণ অনুভবে ভাসি একা,
কালো আধারে জড়িয়ে আছে,, পথের শেষে ক্লান্ত বেশে স্বপ্নেরা হারিয়েছে ঘোর অমানিশায়!
Comments
Post a Comment