শীতের অপরুপ রুপ!

আজ উত্তরের হিমশীতল হাওয়ায় বুঝা যাচ্ছে শীত আসি আসি করছে। শীতের সকালের মিষ্টি রোদ,ভোরের কুয়াশার চাদরে ঢেকে যায় চারপাশ , সকালে ধোয়া উঠানো এক কাপ গরম চা  শীতের সকালে বেশ লাগে! শীতের আরেকটা মজার জিনিস হচ্ছে শীতের পিঠা, খেজুরের মিষ্টি রস,স্বচ্ছ আকাশে নীলিমার আলো ছড়িয়ে, গ্রামের মাঠ ভর্তি সরষে ফুলের মেলা শান্ত স্নিগ্ধ পরিবেশ তৈরি করে এক অন্যরকম আবহ। তবে  শহুরের পরিবেশে শীতের অপরুপ শান্ত সৌন্দর্য দেখা যায়না। গ্রামের শীতের সকাল  অনেক সুন্দর! কুয়াশার চাদর ভেদ করে মানুষগুলোর কর্মব্যস্ততা লক্ষ্য করা যায়, শীত এলেই সুদূর পশ্চিম  থেকে আসে অনেক প্রজাতির অতিথি পাখি  যা আমাদের প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে এবং শীতের অপরুপ সৌন্দর্যে অন্যমাত্রা যোগ করে! সত্যি ষড়ঋতুর এই দেশে প্রত্যেকটা ঋতু বৈচিত্রময় সুন্দর!!

Comments

Popular Posts