পুরনো সেই দিনের কথা যায় মনে পড়ে!
এই মন কি চায় সারাক্ষণ ভাবে আনমনে,
ফিরে যেতে ইচ্ছে হয় পুরনো সেই দিনে!
হারিয়ে যাবো কি আকাশের সীমাহীন নীলে?
বাতাসে আসবে মিষ্টি ফুলের সুবাস ছড়িয়ে,
আছে কত স্মৃতি,জুড়ে আছে মধুর সেই সুরে
অভিভুত হয়েছি আমি বৃষ্টির মাঝে,
মনে পড়ে যায় সেই সুন্দর অতীত
মন ভুলে না হারায় স্মৃতি গুলো খুঁজে ফিরে
ফিরে যেতে ইচ্ছে হয় পুরনো সেই দিনে!
হারিয়ে যাবো কি আকাশের সীমাহীন নীলে?
বাতাসে আসবে মিষ্টি ফুলের সুবাস ছড়িয়ে,
আছে কত স্মৃতি,জুড়ে আছে মধুর সেই সুরে
অভিভুত হয়েছি আমি বৃষ্টির মাঝে,
মনে পড়ে যায় সেই সুন্দর অতীত
মন ভুলে না হারায় স্মৃতি গুলো খুঁজে ফিরে
Comments
Post a Comment