দুঃস্বপ্ন পরিনতি!!

কথায় আছে পড়া লেখা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে,, কিন্তু আমরা কি দেখছি এখন পড়া লেখা করে গাড়ি ঘোড়া চড়ে না খুনী হয়ে বের হয়! এতো পড়াশোনা করে যদি খুনী হয়ে বের হয় তাহলে এতো পড়াশোনা করার কি দরকার আমাদের আজকের সমাজের অবস্থা বাহ্যিক দিকটা অনেক পরিপাটি কিন্তু ভিতর দিকটা ভয়ংকর খারাপ!!  আমাদের আজ এমনই অবস্থা যে সামান্য কোনধরনের সহজবোধ্য জিনিস বোধগম্য হতে চায় না,, আমাদের সবই আছে কিন্তু কিসের যেন বড় অভাব তা হল নৈতিক শিক্ষা যার কারণে আজকে সমাজে একে অপরের প্রতি সম্প্রীতি, নেই মায়া দয়া সহনশীলতা। একে অপরকে ছাড় দিতে চাই না সবসময় সবার উপরে থাকতে চাই.. কিন্তু এপথ সঠিক পথ না বরং এই পথে  শেষ পর্যন্ত নিজেরই ক্ষতি বয়ে আনে!! যে মা বাবা এতো কষ্ট করে বড় করে আশা করে  তার ছেলেমেয়ে  একদিন অনেক বড় হবে এবং দেশের অবদানে কাজে লাগবে আর সেই  স্বপ্ন যদি দুঃস্বপ্নে পরিনত হয় তার মতো বড় দুঃখ আর কি হতে পারে! আমরা সবসময় দুনিয়ার কথা চিন্তা করি  কিন্তু ভাবিনা মহান আল্লাহ আমাদের এই দুনিয়ায় কিসের জন্য পাঠিয়েছেন আমোদফুর্তি টাকা পয়সা উপার্জন করার জন্য??  আমাদের জন্য মহান আল্লাহ এই জীবনে চলার পথে যা যা প্রয়োজন সবকিছুই দিয়ে দিয়েছেন একটি দিক নিদর্শনা দিয়েছেন তা হল আল কুরআন ও হাদিস যা অনুসরণ করলেই একমাত্র আমরা এই দুনিয়ায় ও আখিরাত এই দুই  জায়গায় সফল  হব ক্ষনস্থায়ী এই জীবন কে প্রাধান্য দিতে গিয়ে আমরা চিরস্থায়ী জীবনকে ক্ষতিগ্রস্ত করছি কিন্তু আমরা এই মুল জিনিসকে অবহেলা করে দূরে সরে যাচ্ছি যার কারণে আমাদের আজ এই দুরবস্থা!আমি বলছি না দুনিয়াবী শিক্ষার প্রয়োজন নেই,, দুনিয়ার শিক্ষার পাশাপাশি অবশ্যই কুরআন ও হাদিসের জ্ঞান অর্জন করতে হবে.. যত দিন আমরা  এই মুলের দিকে ফিরে না আসব যতবড় শিক্ষিত হইনা কেন কোন লাভ হবেনা,, আমাদের এই সমাজ অধপতনের দিকে এগিয়ে যাবে!!

Comments

Popular Posts