ভালোবাসা (Life of Love)
ভালোবাসা এমন এক সুন্দর অনুভুতি যা ভাষায় প্রকাশ করা যায় না মনের মধ্যে রয়ে যায়। যাকে তুমি ভালোবাস তাকে তুমি মন থেকে অনুভব করবে সে কাছে থাকলে তোমার অনেক ভালো লাগবে,তার প্রতি তোমার সবসময় শুভকামনা থাকবে তার প্রতি তুমি সহজে রাগ করে থাকতে পারবেনা। আমার কাছে ভালোবাসার উদাহরণ এমনি । ভালোবাসা এমন কিছু যা শুধু দিতে জানে নিতে যানেনা। ভালোসার মধ্যে কোন স্বার্থপরতা নেই। ভালোবাসা আছে বলে সবকিছু এতো সুন্দর লাগে। আসলে আমাদের সৃষ্টির সবকিছুর প্রতি ভালোবাসা থাকা উচিত। কারণ মহান আল্লাহ আমাদের সৃষ্টির সবকিছুর প্রতি ভালোবাসতে বলেছেন তাহলে মহান আল্লাহ আমাদের ভালোবাসবেন আমাদের প্রতি দয়া করবেন। যেখানে ভালোবাসা থাকেনা সেখানেই সবকিছু ধ্বংসের দ্বারপ্রান্তে পৌছে যায় !! ভালোবাসা হীন এই দুনিয়ায় বাঁচা বড় দায়।
প্রিয় মানুষ গুলো ভালোবাসায় বেঁচে থাকুক সবসময়।
প্রিয় মানুষ গুলো ভালোবাসায় বেঁচে থাকুক সবসময়।
Comments
Post a Comment