সুখের সজীবতা,,

আমি মনে হয় সব কিছু হারিয়ে ফেলছি ভালো কিছু সময় কিছু স্মৃতি কিছু অনুভূতি। এই জীবনে আনন্দ গুলো মনে হয় শেষ হয়ে যাচ্ছে আগের মতো এখন আর কিছুই নেই  সবুজে ভরা প্রকৃতি, ঢেউ খেলানো নদী,  বৃষ্টি ভেজা মজার সেই দিন গুলো! এই জীবনে আনন্দ খুব কম স্থায়ী হয় অনেক প্রতিক্ষা শেষে হয়তো কিছুটা সুখের অনুভূতি।কিন্তু অপেক্ষা থাকা অনেক কষ্টের,ব্যাপার যা পেতে চাই তা পেতে ধৈর্যের প্রয়োজন  যা পাওয়া অনেক কঠিন তার প্রতি আগ্রহ থাকে বেশি!!আলো আঁধারের ভেলায় এই জীবন যাচ্ছে কেটে গোলাপে যখন  কলি আসে তখন মন আনন্দে ভরে যায় আর যখন  ফুল ফোটে তখন চারদিক সুশোভিত করে তোলে  আর যখন শুকিয়ে যায় তখন মনে হয় আর কিছুই থাকেনা  তখন  গাছ টা মলিন হয়ে যায়! এত কিছু একটা সুন্দর গোলাপের অপেক্ষায়।এই জীবনের সব সুন্দর মুহূর্ত গুলো একটা সুন্দর গোলাপ ফোটার মতো সময় পর্যন্ত স্থায়ী হয়।এই সাময়িক সুখের সজীবতায় জীবনের দুঃখগুলো   ক্ষনিকের জন্য ভুলে থাকা যায় !!

Comments

Popular Posts