প্রত্যাশায় স্বপ্ন

মানুষের অনেক প্রত্যাশা থাকে কিছু পুরন হয় কিছু পুরন হয় না তখনই দুঃখ চেপে বসে কেন জানি মানুষ  যা চায়  তা সহজে  পায়না,,  জীবন টা অনেক কঠিন  সব কিছু অনেক কষ্ট করে অর্জন করতে হয়.তাই যা সহজে পাওয়া যায় তার মূল্য থাকেনা,, মানুষের জীবনটা এমনি প্রতিনিয়ত বেচে থাকার যুদ্ধ!কেউ আছে দুমঠো ভাত জোগারের চেষ্টায় কেউবা পরিক্ষায় পাশের জন্য অথবা একটা চাকরির জন্য প্রচেষ্টায়!! এই দুনিয়ায় মানুষের চেষ্টা নানাধরণের   এভাবে যুদ্ধ করতে করতে একসময়  জীবন শেষ হয়ে যায়। মানুষ ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে ধৈর্য্য হারিয়ে ফেলে আর অতীত নিয়ে আফসোস করে। আর বলতে থাকে যদি এটা করতাম তাহলে এটা হতো। অথচ বর্তমানকে অবহেলা করে কাটিয়ে দেয় ! প্রতিদিন একটা  নতুন সকাল  শুরু হয় টিকে থাকার যুদ্ধ,, নতুন আশা ও স্বপ্ন নিয়ে। সে স্বপ্ন পুরন করতে চাই অনেক ধৈর্য্য অধ্যবসায়। এসবের মধ্যে থাকে অনেক বাধা বিপত্তি যারা জীবনে এই বাধা বিপত্তি পেরিয়ে এগিয়ে যায় তারাই এই জীবনে সফলতা লাভ করে জীবন যুদ্ধে জয়ী হয়। রাতের কালো নিশি ছাড়া যেমন তারা দেখা যায়না  ,,কষ্ট ছাড়া সুখের অনুভূতি পাওয়া যায় না!!

Comments

Popular Posts