কষ্ট জুড়ে মেঘ

এই জীবনটা  ক্ষনস্থায়ী আমার কাছে এই জীবনটা অনেক দীর্ঘ মনে হয় সময় গুলো শেষ হতে চায় না মাঝে মাঝে মনে হয় অনেক দূরে চলে যাই এই দুনিয়ায় সামান্য কষ্টে দুচোখ ভরে অশ্রু ঝরে এই সামান্য  কষ্ট সহ্য করার জন্য অনেক ধৈর্যের প্রয়োজন কিন্তু সবর করা অনেক কঠিন কাজ। এই সামান্য কষ্ট গুলো কবে শেষ হবে জানিনা!! এই দুনিয়ায় বিচিত্র মানুষ, বিচিত্র মানুষের কষ্ট। যার যার কষ্ট তার তার কাছে অনেক বড়  এই দুনিয়ায়  যদি মহান আল্লাহ সব মানুষকে সুখী করতেন তাহলে মানুষরা হয়তো সুখে থাকার মূল্যটা বুঝতনা। যেমন ক্ষুধা না পেলে  খাবারের স্বাদ বুঝা যায় না। পেটে ক্ষুধা থাকলে বুঝা যায় খাবারের মুল্য। মানুষ  কষ্ট না পেলে নিজেকে কখনো সুন্দর করে গড়ে তুলতে পারবেনা  নিজেকে  আবিষ্কার করতে পারবেনা!! এই জীবনের কষ্ট গুলো দ্বারা নিজেকে এগিয়ে নিয়ে বড় হওয়ার অনুপ্রেরণা পায় । কষ্ট গুলো হোক বাধাগ্রস্থ জীবন পেরিয়ে যাবার অভিপ্রায়!!

Comments

Popular Posts