মেঘময় রাতে আলোর ঝলকানি!!
গতকাল রাতে অনেক মুষলধারে বৃষ্টি হল,বলা যায় বজ্রবৃষ্টি। রাতের মেঘে ঢাকা অন্ধকারে আলোর ঝলকানি দিচ্ছিল যাকে বলি আমরা বজ্রপাত ভাবতে অবাক লাগে প্রকৃতির আলো মানুষের তৈরি কৃত্রিম আলোর চেয়ে কতটা স্বচ্ছ! এটাই মহান আল্লাহর বড় নিদর্শন!! যে অন্ধকারে কিছুই দেখা যায়না সে বিদ্যুৎতের ঝলকানিতে সব স্পষ্ট দেখা যায় এই বিদ্যুৎ চমকানো আমাদের জন্য যেমন ভয়ের আবার আশার কারণ। গতকয়দিন যাবত গরম পড়েছে বেশ,, অনেক দিন বৃষ্টি না হওয়ার পর যখন আমরা দেখি আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে মনে আনন্দ হয় মনে হয় বৃষ্টি হবে!! আর এই আলোর ঝলকানিতে যে আওয়াজ হয় তাতে ভীষণ ভয় লাগে আর বজ্রপাতের সময় খোলা জায়গায় থাকা উচিত না এতে অনেক সময় প্রানহানীর আশংকা থাকে। তবুও বৃষ্টির সময় এই আলোকছটা
ভয়ংকর সুন্দর এটা দেখে মহান আল্লাহর শক্তির অসীম ক্ষমতা বুঝা যায়!!
ভয়ংকর সুন্দর এটা দেখে মহান আল্লাহর শক্তির অসীম ক্ষমতা বুঝা যায়!!
Comments
Post a Comment