যখন হয় স্বপ্নভংগ!!
মা বাবা নামটি মধুর,এই পৃথিবীতে তাদের মতো আর কেউ আমাদের এতো ভালো বাসেনা তাদের ভালোবাসা অকৃত্রিম যে ভালোবাসায় কোন খাদ নেই। মহান আল্লাহ আমাদের জন্য মা বাবা নামক সবচেয়ে বড় উপহার দিয়েছেন! কিন্তু আমরা বুঝতে পারিনা যখন আমাদের কাছে থাকে,,তখনি বুঝতে পারি যখন তারা অনেক দূরে চলে যায় যে দুরুত্বের কোন সীমা নেই !! আমরা পৃথিবীতে যখন এসেছিলাম তখন কত অসহায় ছিলাম নিজের খাবার টা নিজে মুখে দিয়ে খেতে পারতাম না নিজে ভর দিয়ে হাটতে পারতামনা ,,আর সেই আমরা যখন বড় হয়ে যাই তখন আমরা ভুলে যাই ছোটকালে বাবা হাটতে শিখিয়ে ছিল মা সুন্দর করে কথা বলতে শিখিয়ে ছিল..সন্তান ঘিরে মা-বাবার কত স্বপ্ন থাকে কতো আশা থাকে তাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে সন্তান কে বড় করে তাদের জীবনের সব শখ আনন্দ ত্যাগ করে সন্তান কিভাবে ভালো থাকবে তারা শুধু তাই চিন্তা করে আর সেই আশায় গুরেবালি!!যখন সন্তান বিয়ে করে তখন শুধু নিজের সুখের কথাই চিন্তা করে মা বাবাকে দূরে ঠেলে দিয়ে ভুলে যায় মা-বাবার ত্যাগের কথা কষ্টের কথা!!মা বাবার কি এই আশা করা কি অপরাধ তাদের জীবনের শেষ সময় গুলিতে সন্তান কে একটু পাশে দেখবে!!
Comments
Post a Comment